সারাক্ষণ পাশে আছে অনুভবে তাই মনে হয়,
তোমায় ভেবে হয়না কভু ক্লান্ত এ হৃদয়।
ভালোবাসি বলতে পারি নির্দ্বিধায় অস্ফুট স্বরে,
তোমায় বেশি স্বরণ করি কাক ডাকা ভোরে।
জানিনা কি কারনে আমি এমন হলাম,
মন শুধু তোমায় খুঁজে ডাকে তোমার নাম।
তোমাকে লিখেছি চিঠি নীলাম্বরী ডেকে,
নীরবে এরিয়ে গেলে মুখখানা ঢেকে ৷
লাভ ক্ষতির হিসাব ফেলে এক নিমিষেই,
ভালোবাসায় চলে এসেছি তোমার কাছেই।
মাঝে মাঝে হঠাৎ চমকে উঠি "এ কি হলো,
তুমি আসোনি তবু অপেক্ষায় শেষ গোধূলির আলো।
মনের কোনে জমা হয়েছে কি জানি শঙ্কা,
তোমার নিয়ে হারিয়ে যাবো এ আমার আকাঙ্ক্ষা।
এ সম্পর্কে তুমি এক আজব চতুর শিকারি,
তোমার নিশানায় হলাম আমি ভালোবাসার ভিখারি ।
নীলাম্বরী, বৃষ্টি এসে ছুয়ে যায় তোমাকে
তা ভেবে মুমূর্ষু হৃদয় এ মধ্যরাতে,
পেয়ে হারানোর বেদনা যদি পাই তাই চাইনি জড়াতে ৷
#nursphilosophy