তাকে দেখি, তাকে শুনি এ যে কি এক যন্ত্রনা,
চোখ বুঝলে পাইনা আমি শান্তির একটু কণা।

বন্ধুর পথে হেটে হেটে ক্লান্ত এ জীবন,
তাইতো শান্তির খোঁজে বর্তমানে সঁপেছি এ মন।

পাহাড়ের মতো স্থির হয়ে ছিলাম প্রতিক্ষায়,
নব প্রেমের স্পর্শ নেমে আসলো এ বর্ষায়।

ভুলেছি আজ আপন স্বরূপ ভাবনায় হয়েছি আকুল,
এভাবেই কি তৈরি হয় যৌবনের নতুন মুকুল?

দেহের শেষ মাটিতে মিশে মনের শেষ কিসে?
তার কি কোন শেষ আছে সে কোথায় মিশে?

নীলাম্বরী সেদিন আমাকে বলে,
"আমি ভোলা তোমার মোহিনী ছলে"।

পুড়া হৃদয় তখন থমকে দাঁড়ালো,
নীলাম্বরী সে যেন বর্ণহীন আলো।

জেগেছি তোমার জন্য ঝেড়ে সব ক্লান্তি,
চোখ মেলে দেখো আমি তোমার চোখের শান্তি।

নীলাম্বরী তুমি কারো উপমা নও - কোন স্বরূপে মেলাব?
তুমি শুধু মনের ঘড়ে, চোখ বুঝলেই যে পাবো।

অপলকে তোমায় দেখি নিজেকে আটকানোর সামর্থ নেই,
তোমার স্বত্বায় হারিয়েছি আমার অস্তিত্ব নিয়েই ।



#nursphilosophy