এই যে হঠাত বৃষ্টি হচ্ছে, মন উতলা করা বাতাস বইছে ।
নীলাম্বরী, বারান্দার কোনে বসে আছি বৃষ্টির ফোটা এসে গা শীতল করে দিয়ে যাচ্ছে,
তাতে আমার মন নেই- আমার মন তোমাকে নিয়ে ভাবছে।

আঙুলের ফাক থেকে ধুয়ার কুন্ডলী উড়ে চলে দূলে দূলে,
তোমার চুলগুলি কি  এমন বজ্র বাতাসে তেমনি দূলে ।

শেষ বাতিটাও নিভিয়ে কি ঘুমিয়ে গেছো অবশেষে,
বৃষ্টির ফোটা তোমার গা ভেজাবে এমনি এসে ।

হঠাত বজ্রপাতে ঘুম ভাঙেনা তোমার,
এ মুহুর্ত ফিরবেনা সখী আর ।

আমার বুকে শক্ত করে ধরে থাকার ইচ্ছেটা নাই বুঝি?
আমিতো চাই শক্ত করে ধরো আমায়,
থাকবো মেখে এ উষ্ণ চাদরটায় ।

মাখামাখি করে থাকবো দুজন,
তুমি কি ভাবছো! - যদিও দূরে এখন ।

নীলাম্বরী, তাকিয়ে দেখো ভিজে গেছি
কবিতার খাতা টাও ভিজে নড়বড়ে                                                                                                                                                                                                                                                                                  
তাতে আমার মন নেই- আমার মন তোমাকে নিয়ে ভাবছে।

ঘড়ে এসেও জানলাটা খুলা রেখেছি, তোমার গন্ধ যদি আসে,
মৃদু শীতল স্নিগ্ধ এ বাতাসে ।

তোমার অন্তরে আমি শীতলতার চাদরে মুড়াতে চাই
তোমার সুসজ্জিত বাগানের অনাহুত অতিথী যদি হই !
নীলাম্বরী, গ্রহন করবে তো ?

#nursphilosophy
লেখার তারিখ ০৫-০৪-২০২৪ খ্রিস্টাব্দ