০৫.১২.২০২৪ খ্রিস্টাব্দ
বেশি বা কমের তরে, মন কেন ক্ষিপ্ত হয়,
যতটুকু আছে, তাতেই তো সুখের পথে চলা যায়।
ধন-মালায় না পরে, শান্তিতে জীবন গড়ি,
অল্পে তৃপ্তি, বেশি চাইলে হায়, মন যাবে মরি।
দুনিয়াতে চাওয়ার যতই হোক ছড়াছড়ি,
আন্তরিক শান্তি ছাড়া সবই এক মিছে নাড়ী।
তুমি যেমন আছো, তেমনি ভালো থেকো,
বাড়তি কিছু চেয়ে জীবনকে হানি করোনাকো।
যে সুখে আছো, তার মধ্যে পূর্ণতা খুঁজো,
মনের শান্তি ছাড়া কোন কিছুই ভালো না, বুঝো?
চোখে বেশি চাইলে সুখ যায় সরে,
আধিক্য নাকি কম, তৃপ্তি সেই আগুনে পুরে।
তুমি সুখী হও, যা আছে তাতে সন্তুষ্ট,
এ জীবন এমনই হবে, চিরকাল থাকবে মিষ্ট।
বেশি বা কমের চিন্তা দূরে ঠেলে,
আনন্দে থাকো, মনে সুখের আলো জ্বেলে।
যার নামের সীমা নেই, নেই খ্যাতির খোঁজ,
সে মুক্তি পায় দুঃখের চাপে, বিষাদ থেকে রোজ।
নিজের মাঝে খুঁজে নেয় শান্তির সুর,
সত্যের পথে চলে, ভয়কে করে চুর।
যার মনটা পরিশুদ্ধ, চিন্তা নির্ভীক,
বাহ্যিক কিছু নয়, তার অন্তরটাই সঠিক।
অন্যের ক্ষতি তাকে ছোঁয় না,
মনের ভিতর শান্তি, যদিও সে কিছুই পায় না।
যে নিজেকে জানে, আত্মবিশ্বাসী হয়,
সে পৃথিবীতে দুঃখে হারে না, তার হয় বিজয় ।
ধন-সম্পদ নাম-খ্যাতি যার কাছে কিছুই নয়,
মুক্তি শুধু মনের, এই সত্যই সে সয় ।
সত্যের পথে চলে, সব কিছু করে সে জয়।
যতটুকু পেয়েছো, তাতেই বাঁচো খুশি,
বাহ্যিক দুনিয়া থেকে দূরে থাকো মুখে নিয়ে হাসি ।
মনের মাঝে সুখী হও, অস্থিরতায় নয়,
প্রকৃত শান্তি পাবে, যদি অল্পেই সয়।
যে শান্তিতে জীবন কাটায়, সে জানে সত্য,
পার্থিব লাভের মোহ কখনো তাকে ছাড়ে না শত।
অতিরিক্ত চাওয়া জীবনকে করে ক্ষুদার্থ,
সন্তুষ্টি মেলেনা কাজে, মন হয় নিষ্ঠুর অস্থিরতায় নির্যাতিত ।
অন্যের দুঃখে সে হয় না বিভ্রান্ত,
নিজের ভিতরেই সে খুঁজে পায় সব, যদি হয় শান্ত ।
চোখে যদি থাকে শান্তি, সব কিছু সোজা,
যেমন আছো, তেমনেই তোমার জীবনটা হবেনা বোঝা।
অল্পে সুখী হও, আশা যেন হয় না অনেক,
বেশি চাওয়ার চেয়ে, আত্মতৃপ্তি অনেক বড় ।
#nursphilosophy