অন্ধকার এত রোম্যান্টিক হয় কী করে!
কী করে সে আমায় টেনে নিয়ে যায় আপন ঘোরে!
মাঝে মধ্যে ভুল করেও তাকে ভালোবাসি না কেন!
কেন এমন নির্দয়, ভালোবাসাহীন এ হৃদয় কেন!
কেন আলোর প্রতি এতো মায়া! যার নেইকো কোন ছায়া কেন!
কেন এতো হাহাকার, ভালোবাসার প্রতি অসমাপ্ত অবিচার কেন!
কেন এতো ভুল, ভালোবাসার সমুদ্রে কাটে সাঁতার তবু পায়না সবাই কূল কেন!
কেন এতো রঙ্গ, কথায় কথায় বিশ্বাস হয় ভঙ্গ কেন!
কেন নেই ঘুম, রাত নিঝুম জেগে আছো তুমি কেন!
কেন দীর্ঘশ্বাস, জীবনে হতাশ তুমি কেন !
কেন সংশয়, নির্দয় পৃথিবীতে কেন এত ভয় !
কেন হারায়, প্রিয় জিনিস টাই কেন !
কেন এতো লোভ, মনে মনে ক্ষোভ তোমার কেন !  
কেন সব চুপ, বিদ্রোহী কবি নীরব কেন !
কেন এতো ছায়া, তবুও আলো জ্বলে না!  
কেন, প্রতিটি উজ্জ্বলতা কালো ছায়ায় ঢাকা!  
কেন হৃদয়ের কোণে ওই নিঃসঙ্গ বেদনা,  
যা শব্দহীন, চুপচাপ গাঢ় অন্ধকারে মিশে থাকে!
কেন আমি অনুভব করি, তবুও কিছুই বলি না!  
কেন আমি ভাঙা, তবুও আবার দাঁড়িয়ে যাই!  
কেন পৃথিবী এত নির্দয়, তবুও আমরা তাকিয়ে থাকি,  
একসাথে, এক দুঃখে, কিন্তু কখনো পূর্ণতা পাই না!