ফেলে দিলে জগতে প্রভু উদরে দিয়ে জালা
ধরনীর বুকে দেখি কত শত রঙ্গশালা
জীবন নিয়ে করছে আদম সন্তান শুধু হেলাফেলা।
সিরাতুল মুসতাকিম চিনেও মোরা করছি কত ভুল
শেষ বিচারে বিচার হবে দিতে হবে তার মাশুল
প্রভু তুমি শক্তি দাও হতে চাই তোমাতে মশগুল।
তোমার হাবিব রাসূল (স.) আমার শ্রেষ্ঠ মানব দুনিয়ার
চলতে পথে না হারাই যেন দেখিয়ে যাওয়া রাস্তা তার
দুনিয়াটা মুমিনের জন্য জীবন্ত এক কারাগার।
একক তুমি অন্তর্যামী অনন্ত তোমার রাজত্ব
তোমার দয়ায় বেচে আছি দিন পার করছি অবিরত
চন্দ্র সূর্য গ্রহ তারা তুচ্ছ সবই তুমি ছাড়া তা চিরন্তন সত্য।
প্রভু তোমার ক্ষমার দয়ায় অনুতপ্ত পাপী সকল
তোমার তরে জীবন না স্বপে হবে না যেও সফল
রোজ হাশরে বিচার হবে দেখতে হবে কর্মফল।
আশ্রয় চাই এ গোনাহগার প্রভু তোমার কাছে
মোর ইবাদতের তৌফিক দিও পাপ গুলি দিও মুছে
তুমি ছাড়া দো-জাহানে আর কোন সম্বল নাহি আছে।
#nursphilosophy