তোমার একটা নাম থাকুক আমার দেওয়া,
নীলাম্বরী- যা আকাশের নীল থেকে নেয়া ।
ফুল নয় শুধু রং টাই, যা আটকে আছে এ মনটায় ।
আমি হারিয়ে গেলেও একলা বিকেলে
ক্লান্ত মনে আকাশের দিকে তাকালে
আকাশ তোমায় সেই নামে ডাকবে ।
তোমার একটা নাম থাকুক আমার দেওয়া,
নীলাম্বরী—যা আকাশের নীল থেকে নেয়া।
যেখানে সূর্য ওঠে, আলোয় রাঙা,
তুমি যে আমার স্বপ্ন, তুমি যে আমার জাগা।
নীল প্রান্তরে ভাসে তোমার স্মৃতি,
মেঘের কোলে ঢেকে থাকে ভালোবাসার গীতি।
তুমি যেন এক সুর, বাতাসে ছড়িয়ে,
স্মৃতির রাশিতে হৃদয়ের মাঝে অঙ্কিত।
জল পথের শান্তি তোমার চোখের আলোতে,
নীলাম্বরী তোমাকে খুঁজে পাই অন্ধকারে ছায়াতে।
হৃদয়ের তীর্থে রেখেছি তোমার নাম,
যেখানেই যাই সঙ্গী তোমার সেই দাম।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত,
এক টুকরো আকাশ, অজানা নীলের মতো।
তুমি আমার কাছে হয়ে রইবে চিরকাল,
নীলাম্বরী, প্রেমের এক অমল খেয়াল।
#nursphilosophy