পাখির কিচিরমিচির,
ভালো লাগে সাথে ভোরের শিশির।

এই সুন্দর সকালে হাত পা মেলে,
এতো ঘোমালে কি করে চলে?

করে উদয়ন হাত পা ঝাড়িয়া,
ঘরের বাহির দিলাম পা বাড়িয়া।

ছাদে উঠিয়া মন ভরিয়া উপভোগী পরিবেশ,
চোখ বুজিয়া ভাবি মনে মনে আছে কি এর শেষ?

তুমি ছিলে তাই আজো ফিরে চাই সুদূর অতীত পানে,
শুধু হারিয়ে যাই কভু মিল না যে পাই মশা গান গেয়ে যায় কানে।

ধুর ছাই আমি ঘরে যাই থাকবোনা এই খানে,
পেট আমার হলো ছার খার শুধু খিদেরি টানে।

সকাল সকাল একি আকাল কিসের এতো কষ্ট,
এগুলি ভেবে হচ্ছে যে ভাই শুধু সময় নষ্ট।

দিন চলে যায় হচ্ছি কি ভাই কমছে যে মোর স্বাস্থ্য,
আমি তবে যাই পেটে ঢোকাই রুটি ছ-পাঁচ আস্ত।