পাবেনা জেনেও কারোর মায়ায় নিজেকে বেধে রাখা,
তার অজান্তেই তাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখা ।

তার রুপ লাবণ্য সম্পদ চিন্তার মধ্যে নাই,
সে যেমন আছে ঠিক তেমনটাই চাই পুরুটাই ।

এ কেমন জিনিস যা দেখা যায়না, ধরা যায়না, শুনা যায়না
শুধু ভীষণ ভাববে অনুভব করি,
এ অনুভবে আছে প্রেম, আছে স্নেহ,
আছে তোমাকে পাবার মোহ ।

যেখানে প্রতিযোগিতা আছে সেখানে ভালোবাসা নেই,
তুমি আর আমি কোন কিছুর মধ্যে নেই ।

তুমি জানোনা তোমায় কতটা ভালোবাসি,
মন কাঁদছে তোমার জন্য, দেখতে তোমার মধুর হাসি ।

যদি অনেকদিন দেখা না হয়, কথা না হয় ,
এ মুহূর্ত গুলি কি ভুলে যাবে ?

শত প্রতিবন্ধকতা আছে জেনেও এ সম্পর্কে আসছিলে
এভাবে কি হারিয়ে যাবে ?

আমি শুধু তোমাকে চাই, পাবো?
পাই বা না পাই এ জনমে তোমার কাছেই যাবো ।

তোমার আমার এ অপূর্ণতা ঘুচবে কোনদিন,
কিভাবে শোধ করবো তোমার ভালোবাসার এ ঋণ ।

তোমাকে না পাওয়ার অনুভূতিটা সযত্নে লুকিয়ে রেখেছি,
চলতে হবে এভাবে হাজার লোকের ভীরে একাকীত্বেই, এ অভ্যাস মেনে নিয়েছি ।

পূর্ণিমার পর থেকে চাঁদের যে ক্ষয় শুরু হয়,
আমার মনে বেধেছে চাঁদ হারানোর সে ভয় ।


#nursphilosophy