যার কোন দুঃখ নাই তার- সব সুখও অতীত,
হৃদয়ে শুধু বাজে এক শূন্যতা গীত,
সেখানে অনুভূতি নেই, নেই কোনও রীতি।
দুঃখের ছোঁয়া জীবনকে দেয় মান,
ভালোবাসার গভীরতায় ভাঙে সকল দেওয়াল,
যার নেই কষ্ট, তার আনন্দ কি অদ্ভুত!
এ এক রঙহীন ছবি, যেখানে ফিকে সব কালার।
দুঃখই তো শেখায় জীবনকে বাঁচতে,
সুখের স্বাদ পেতে, মাঝে মাঝে হয় ভেঙে যেতে,
তবে যারা নেই দুঃখের সংস্পর্শে,
তাদের হাসি যেন মিছেকের অন্ধকার।
এখন বুঝি, দুঃখের দরজা যখন খুলে ,
শুধু তখনই সত্যি সুখের আলোর দেখা মেলে।
দুঃখের মাঝে রয়েছে জীবনের গভীরতা,
সুখ তখনই হয় প্রকৃত, যখন সে পায় দুঃখের স্পর্শতা ।
যার কোন দুঃখ নাই, তার সব সুখও অতীত,
হৃদয় তার শূন্য, অনুভূতি হীন, মলিন।
যে বুঝে না দুঃখের তীব্রতা, সুখও তার ক্ষণিক,
চলতে থাকে সে অন্ধকারে, বিচিত্র ভাবে পথ খুজে দিকবিদিক।
কষ্টে ভরা দিনই দেয় সুখের আসল মান,
যে না খায়, সে কী জানে মিষ্টি কেনো পান?
দুঃখই দেয় গহনা, ভালোবাসার গভীরতা,
যার কষ্ট নাই, তার সুখ কি সার্থকতা?