হাসতে নেই মানা, হাসি দিলেই সোনা যে ঝড়ায়,  
জীবনের পথে একটু হাসি কতো আলো যে ছড়ায়।  
হাসির ঝর্ণা, হাসির সুর, নীরব পৃথিবী সে মুহূর্তে মাতায়।  

হাসতে নেই মানা, হাসি আনে প্রাণে চঞ্চলতা,
যেন ফুটে উঠে অন্ধকার মাঝে আলোর বিশালতা।  
কষ্ট যখন গাঢ়, যখন ভয় বড়, হাসির জাদুই বিতাড়িত করে সকল শূন্যতা।  

হাসতে নেই মানা, ক্ষণিকের বেদনায়, হৃদয়ের কাতরতায়।  
ভালোবাসার সুরে, দুঃখ যখন যায় উড়ে,  
হাসির সাথে অদৃশ্য সব কষ্ট যায় সরে।  

হাসতে নেই মানা, সে হাসি হয়ে ওঠে, শক্তি, আশা, যাতে হয় রঙের খেলা;  
যতই আঁধার হোক, যতই শূন্যতা আসুক, হাসির ঝলকেই জীবনের এই বেলা।

হাসতে নেই মানা, হাসিতে মেলে প্রাণ,
আলোই তো দেয় জীবনে নতুন সুরে গান।  
বেদনা সব যেন হারিয়ে যায়,
হাসির সুরে সুখের নদী যে ভাসায়।  

হাসতে নেই মানা, যে হাসিতে সব কিছু হয় সহজ,
দুঃখও যেন হাসিতে হয়ে যায় ভাজ।  
একটি হাসি মনকে ছুঁয়ে যায়,  
বদলে দেয় পৃথিবী, নিজেকে খুঁজে পায়।  

হাসতে নেই মানা, যেহেতু জীবন ছোট,  এ জীবনে হেসে যাই,
আর কিছূ পাই বা না পাই।
সবার মাঝে হাসি বিলিয়ে যাবো ।  
হাসিতে অন্ধকারও বেমালুম সরে যায়,  
হাসির ঝংকারে উজ্জ্বলতা ধরা দেয়।  

হাসতে নেই মানা, হাসিতে জীবন কতো সুন্দর,  
নীরব চোখের মাঝে যে কথা থাকে, হাসিতে ফুটে উঠে তা,
জীবনের রঙ, ব্যাক্তিত্ব হাসিতেই প্রকাশ পেয়ে যায় ।

হাসতে নেই মানা, হাসি হল সুর,  
যেন বাতাসে ভাসে, এক কণা দূর।  
আঁধারেও তার আলো ছড়ায়,  
হাসির ঝংকারে পৃথিবী হেসে যায়।  

হাসতে নেই মানা, সুরের তালে তাল,  
জীবনকে সহজ করুক হাসির বাঁশির চাল।  
কষ্টের মাঝে এক স্নিগ্ধ বসন্ত,  
হাসির রঙে সব কিছু যেন সজীব হয়ে ওঠে শান্ত।  

হাসতে নেই মানা, মনোতিথি হাসি,  
সুখে-দুঃখে তার ছোঁয়ায় ভাসি।  
অশ্রু যেমন হতে পারে হালকা,  
হাসি তো হতে পারে, জগৎকে দেখায় নতুন এক ঝলকা।  

হাসতে নেই মানা, হাসির যে রঙ,  
আলোর পালে ভাসে সে এক অবিরাম ঢঙ।  
হাসি যখন থাকে, সব কিছুতে থাকে প্রাণ,  
দুঃখে-বেদনায়, বেজে উঠে আশার গান।