এটাই যদি শেষ বিদায় হয়, তবে তাই হোক,  
শেষ নিঃশ্বাসে যেন চিরন্তন ভালোবাসার ছোঁক।  

শূন্যতার মাঝে তুমি, স্মৃতি হয়ে রবে,  
হৃদয়ের কোণে তবুও, প্রেমের রেশ নিয়ে যাবে।

যেখানে থাকবে না আর, তোমার মুখের হাসি,  
সেখানেও মনের ভেতর, তোমার সুরভীত বাঁশি।  

বিদায়ের এই মুহূর্তে, চোখে তবু কম জল ,  
প্রেমের এই অমলিন জ্বলন, থাকবে চিরকাল অটল।

বিদায় বলি হেসে, যেন কষ্ট গোপন করে,  
তবে জানি, মনে তুমি থাকবে সাথেই আপন ডোরে ।
  
শুধু একটা শেষ বিদায়, সময়ের খেলায় হার,  
এ জীবন যাক, তোমার স্মৃতিতে লুকিয়ে থাক সবার।