মনে পড়ে তোমার দেওয়া প্রথম চিঠি,
গেথে আছে হৃদয়ে সেই দিন প্রতিটি ।

যখনি হাতে পেলাম তোমার চিরকুট,
পড়া মাত্র হৃদয় হয়েছিলো লুট ।

সাধারণ খাতার কাগজে ছিলো লেখা,
লুকিয়ে পড়েছি তখন হয়নি তোমার সাথে দেখা ।

মনে আছে লেখা কি ছিলো তাতে?
পড়তে যখন আমার চিঠি নিয়ে হাতে!

তোমার আড় চোখের চাহনিতে কেপে উঠতো বুক,
লজ্জায় দুজনে লোকাতাম নিজের মুখ ।

কতো আকাবাকা পথে হেটেছি দুজন হাত ছিলোনা হাতে,
ভালোবাসার কোন কমতি ছিলোনা দুজনার হিসেবের অনুপাতে ।

সময়ের সাথে মিলে দুজনেই হারিয়েছি পথ,
ভেঙ্গেছি নেওয়া সেই সপথ।

তোমাকে দ্বিতীয়বার যখন দেখেছি বদলে গেছে জীবন,
বদলে গেছে জলবায়ু, দিন রাত্রী ঋতুর সন্ধি ক্ষন ।

স্তব্ধ হয়েছি শান্ত হয়েছি হারিয়েছি ভয়,
ভালোবাসায় পূর্ণ হলো আমার এ হৃদয় ।



#nursphilosophy