মনের কথা,
যখন ভাবি বলবো আজি সাহস হারাই,
এক পা এগুলে তোমার প্রতি দু পা পিছাই।
শব্দগুলো যেন মেঘের মতো,
ঘনিয়ে আসে, কিন্তু বের হয় না সহজে।
তোমার চোখে যা দেখেছি তাতে জড়ানো কত অজানা ভাবনা,
হৃদয়ের গহীনে চাপা রয়ে আছে প্রেমের এই পুতুল খেলার দানা।
একটু ভয়ে, একটু আশায়, সাহস ভেঙে মনে জোর দিয়ে,
যখন তোমার পাশে আসি,
হৃদয়ের স্পন্দন বাড়ে যেন গোপন কিছুর ভয় চাপে।
কিন্তু আমি জানি, এ পথ অন্ধকার,
তোমার সঙ্গেই আলো, তুমি মুক্তির দার।
মনের কথা হয় অব্যক্ত, কিন্তু তুমি তো দূরে আর আমার অন্তরে চিৎকার ।
তবুও প্রতিদিন এই দ্বিধায় চলি,
এক পা এক পা এগিয়ে আশা আঁকড়ে ধরি।
কখনো হয়তো সাহস জাগাবে ভালোবাসা,
তখন বলবো তোমায় আমার অন্তরের ভাষা।