তোমার চোখে হাজারো গল্প শেষ হবেনা ঝুলি,
আমি হারিয়ে গেলে মনে পড়বে কি? মধুর এ দিন গুলি ।

তোমার চোখের কারুকাজে মাতোয়ারা রই,
চোখ খুলে পাইনা তোমাই, বন্ধু তুমি কই ।

তোমার চোখে অব্যক্ত কতো ক্রোধের রাঙাতরী,
মেঘ জমেছে ঝরবে বোধহয় মায়ার অশ্রুবারী।

আঁখিতে যদি অশ্রু ঝড়ে রুজ,
মনের ডাকে সাড়া দিবো করো আমায় খুঁজ ।

কতো অনুরাগ কতো অভিযোগ তোমার চোখের পাতায়,
যতো দেখি ততই হারাই তার গভীরতায় ।

ঐ চোখের গভীরতায় দিব আমি ডুব,
চোখে চোখে হারিয়ে যাবো প্রেম হবে খুব ।

ঐ চোখের গভীরতায় যখনি ডুব দিয়েছি মুগ্ধতায়,
প্রশান্তিতে মন ভরেছে প্রাণ ফিরেছে পূর্ণতায় তার স্নিগ্ধতায় ।

চঞ্চলা হরিণী-মায়াবী কামিনী নজরে বাড়াও শুধু কামনা,
তা দেখে দূর থেকে বাড়ছে শুধু যাতনা ।

তোমার ঐ দুচোখ যেন অতল মহাসাগর,
তাতে হারিয়ে যাই পিছনে ফেলে গ্রাম থেকে নগর ।

প্রাণ ভরে তাকিয়ে ছিলাম ঐ চোরাবালি চোখে
মনের টানে চলে আসবো সাধ্য কার মোরে রোখে ।  



#nursphilosophy