ধানের মাড়া, ২ টাকার সিঙ্গাড়া, সাথে কাঁচা মরিচের দানা,
গুড়ের সাথে নারিকেল মিশিয়ে, মাটির হাঁড়িতে পিঠা রান্না।
মাটির চুল্লি, মশলা মিশানো আচার,
মায়ের হাতে সেদ্ধ আলু, জিভে বসে জলাধার।
পথে হেঁটে যখন চলি, কানে বাজে শালিকের ডাক,
মা বলে, 'বাড়ি ফিরে আয়, ছুটাছুটি আজ আপাতত থাক।
ধানের ক্ষেত, পুকুর পাড়, সাঁতার কাটে হাঁস,
গাছের ছায়ায় বসে মায়ের হাতে তৈরি পিঠার স্বাদ।
পথে হাঁটতে হাঁটতে খুঁজে পাই, পুরনো বাঁশের সাঁকু,
দুষ্টুমি দেখে দেয় দৌড়ানি গ্রামের খলিল কাকু।
ঘরের পাশে গাঁয়ের মাটির সড়ক, খেলার সঙ্গী ভাই,
এক সঙ্গে ছুটে চলি আমরা, হাসিতে গানে গান মিলায়।
বাঁশঝাড়ের মাঝে পাখি গান গায়,
মাটির মিষ্টি গন্ধে মন উড়ায়।
খেলতে খেলতে মাটি তুলে আনি,
মনে পরে মায়ের হাতে পেঁয়াজু, রুটি, ডালবাঁধা খানি।
লাল কাঠাল পাতা টোকানো, আলু তুলে আনা,
কয়লা কুড়াতে এবাড়ি ওবাড়ী আনা গোনা।
(চলবে)