হলুদ লাল গুলগাল খেতে মিষ্টি দেখতে ঝাল,
নাম পারলে খাওয়াবো কাল।
বলো দেখি কি...?

দেখতে কালো; থেঁতলানো; আছে হালকা গন্ধ,
যে পায় সে খায়; খেলে চোখ হয় বন্ধ।
বলো দেখি কি...?

গাছটা তার রাজ দরবার থাকে অনেক রাজা ঝুলে,
পেট রাজার; করলেও সাবার; থাকে রাজার অনেক ছেলে।
বলো দেখি কি...?

দেখতে ফুল; কিন্তু ফল; শরীর তাহার দুর্গ,
বলো তুমি বুকা না পারলে খোকা আস্ত একটা মূর্খ।
বলো দেখি কি...?

বলে যখন বল দিয়ে পা দিয়ে মারে জোরে,
হাত দিয়ে না ধরে পা দিয়ে ধরে ছাড়ে।
বলো দেখি কি...?




#nursphilosophy