তোমাকে দেখবো বলে ভেবেছি-
তোমাকে দেখবো দেবী রূপে ।
আলোকিত মন্দিরের প্রদীপে ।
ভেজা চুলে স্নিগ্ধ সন্ধ্যায়,
আমার ভালবাসার বারান্দায়।
বলবে? কি তোমায় ভাবনার আঙিনায়!

তোমাকে কোথায় যেন দেখেছি এক পলকে একটু খানি-
পলকেই তোমার চোখে হারিয়েছি মায়ায়,
তোমাকে দেখেছি বিরক্ত হয়ে তাকিয়ে আছো, সহস্র শতাব্দীর অসীম মুগ্ধতায় ।

তোমাকে মনে ধরেছে।
তোমাকে দেখেছি - শিল্পীর তুলিতে কত সুন্দর ,
কবির কবিতায় না জানি কত মুগ্ধকর।

যা দেখেছি হিজলের ছায়ায়,
এ যৌবনের নিদ্রিত বিনয়ে, যুবক জীবনের পথের তৃষ্ণায় ,
মরু প্রান্তরে একফালি কুয়াশায়।

তোমাকে দেখেছি আমার স্বপ্নে ' দূর থেকে দেখেছি মুগ্ধ হয়ে ।
তোমার কাছে দেখেছি হতাশা ও কালো মেঘে মিশ্রিত ঘন কুয়াশা,
চারদিকে মৃত সব পাওয়ার আশাঁ।

তবু তোমাকে দেখেছি  প্রশান্তি পেয়েছি মনে;
যে প্রশান্তি পায় নাবিকের দল,
সরাব পানরত যুবাদের দল।

সেই সুখ পেয়েছি আমি তোমার চোখের চাহনিতে।
তোমার ঠোঁটের স্নিগ্ধতায়,  তোমার দেহের মাধুর্যতায়।



#nursphilosophy