কেন এতো দীর্ঘশ্বাস তোমার -কিসের এতো সংশয়,
এইতো আছি তোমার পাশে দাড়িয়ে, করোনা কোন ভয়।

কষ্টের কি সাধ্য আছে বলো ঝড়াবে তোমার কান্না,
যদি তুমি পাশে থাকো সব করবো জয় এটা নয় কোন মিথ্যা শান্তনা।

কি বলে ডাকলে বলো, ভরবে তোমার মন,
আমি আছি জেনে নিও তোমার আপন জন ৷

সইতে হবে অনেক কিছু - তোমাকে করতে হবে জয়,
তুমি-আমি মিলে সুখের জীবন গরবো আর কোন অবহেলা নয়।

দুনিয়াতেও চাই যাকে আখিরাতেও চাই তাকে,
জীবন গঠনে সঠিক পথে এসো যাই এক সাথে।

কথায় কথায় মন মোর শুভাতে চায় তোমাকে,
আমি কে হই বলো? তুমি আমার কে?



#nursphilosophy