দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়েছিল চোখ ফুরিয়েছিল আলো,
মেঘ ঢাকা পথটাও লাগছিলো মিষ্টিরকম ভালো।

স্তব্ধ হয়ে হারিয়েছিলাম কালো উর্ণার ছোয়ায়,
কালো হেড কালো কাপরে ছিলাম কালোর মায়ায়।

মেঘ-বৃষ্টি-ঝড়ের রাতে ক্লান্ত দিনের আবছায়াতে,
তেমার ছায়া এসে ধরা দেয়, মন চায় ছুয়ে দিতে ।

তোমায় দেখি এদিক-ওদিক হেটে হেটে ঘেটে ঘেটে,
হালকা মেঘের পানসে ছায়ার তটে।

ভালোবাসা জানিনা মানিনা তবুও বলছি শোনো,
আমি তোমাকে চাই সন্দেহ নেই কোনো।

তুমি আমার গোলাপ বেলি ওহ না না হাছনাহেনা,
তোমায় ছাড়া মন যে আমার কোথাও বসেনা।
তোমার করে নাওনা,
ওগো হাছনাহেনা।
ছায়ার মতো আর থেকোনা,
না না না।
আমার মতো আর পাবেনা,
হারিওনা হারিওনা ।