ভাবনার দুচোখ থেকে জল খসে খসে পড়ে;
নির্জন স্বপ্নরা তাকিয়ে থাকে একবুক দীর্ঘনিশ্বাস ছেড়ে
কেউ বলতে পারেনা মানুষ চেনার পরিধি, মানুষ চেনার সুত্র!
সবাই বন্ধুত্বের ফর্মুলা জানে, ভালোবাসা জানে
ইচ্ছের শহরে অফুরান দৃশ্যে খেলা করতে জানে;
অথচ বৃত্তের ভিতর থেকে হাতড়াচ্ছে পথিক কুল খোঁজার জন্য
ওপারে দাঁড়িয়ে ভ্রান্ত অভিলাস সাংসারিক ভারসাম্যতা,
কোন এক প্রান্তে বাসি পান্তা আর বাটি ভরে জলের
ছলাৎ ছলাৎ শব্দে কেঁপে উঠে উঠোন,
কিন্তু কেউ দ্যাখেনা, কেউ তার খোঁজ নেয় না!
যদি একই পরিধিতে দাঁড়িয়ে মানুষ চেনার সুত্র জানতে পারতাম,
যদি কোমল হৃদয়টাকে হাড় ভাঙা প্রয়াসে নায্যমূল্য দিতে পারতাম
যদি সবার ইচ্ছেগুলো কঠিন বাস্তবতার কষাগাতে দাঁড়িয়ে ভাগাভাগি করে
নেওয়ার সুযোগ থাকতো,
তাহলে বিষণ্ণতার দরোজায় কারো চিৎকার ও হাহাকার শুনতাম না!!