স্মৃতি যদি কাঁদায় আমায় তুমি মেঘ হইও,
তুমুল ঝড় তুলে ভিজিয়ে দিও!
আমি ক্ষান্ত হবো না কোনদিন, হৃদয়টাকে পাথর বানাবো না তবুও কোনদিন;
যে পাখি পথ হারিয়েছে সে জানে অচেনা পথ কত কঠিন,
যে মন নির্জলা জলে ভিজেছে সেও বুঝে মন ভাঙার বিবরণ!
একদিন প্লাবিত করবো তৃষিত দু'নয়ন; প্রলয় ভূমিকম্পের ফলে বৃষ্টি হবে,
নদী হবে, সাগর হয়ে শীতল করবে অসুখের বিপরীত যদি থাকে সুখ নাম!
ঠিক একদিন বিজলীর আলোয় পিদিম জ্বালিয়ে খুঁজবো তোমার বিছরণ;
ক্যানভাস জেগে রবে, ঘুম হারিয়ে যাবে, নির্বাক হাসিগুলো ভিজবে শতাব্দী বছর
তবুও আমি ক্ষান্ত হবো না কোনদিন
তবুও এই ভৈরবী সুরে হারাবো না ভালোবাসার ঋণ!
জানি একদিন দুচোখ নিভিয়ে যাবে, চিরতরে ঘুমিয়ে যাবে ক্যানভাস
জানি একদিন মেঘ দিয়ে যাবে শেষ বৃষ্টি, নিশ্চুপ হয়ে যাবে অগোছালো রাত;
ঘুম কাতর চোখে ছেয়ে আসবে তেরশত নদী,
অথৈই নিলীমার ডালে সমাপ্তির জাল বুনবো বিদায়ী স্মৃতি!
সেদিনও পলাশের পাপড়ির বিন্দু থেকে মুছতে বলবো না ভালোবাসার ঋণ,
তবুও আমি ক্ষান্ত হবো না কোনদিন!