কবিতার মতো তোমাকে জড়াতে পারিনি বলে
ভেবো না তোমাকে একদম ভালোবাসি না কিংবা
তোমাকে ভালোবাসতে জানি না-
তবে দ্যাখো বর্ণমালার পথ জুড়ে তোমারি আনাগোনা
তোমারি মিষ্টি ছন্দ আর মিষ্টি মিষ্টি ভালোবাসার চাষাবাদ!
বাক্যের উঠানচলে কি না বলা হয় আর কি না লেখা হয়-
সেখানে শব্দরা খেলা করে প্রতিনিয়ত;
অক্ষর থেকে শব্দ আর শব্দ থেকে নিদারুণ 'তুমি' হেসে-খেলে, হাসিতে-অভিমানে
কখনো কখনো সমুদ্রের উচ্ছ্বাস ঢেউয়ের মতো করে ফিরে আসো
তবুও কি বলবে- ভালোবাসি না, তবুও কি বলবে- ভালোবাসতে জানি না!

কবিরা ভালোবাসা না পেলে নিজেরাই তুষের অনলের মতো পুড়ে ছারখার হয়-
একবুক ব্যথা নিয়ে নিজেরাই চলতে শুরু করে দূর্গম পথে-
তবুও তাকে ভালোবেসে যায়, তবুও মুখে প্রকাশ করে না
অনন্তকাল ধরে এই কলম আর কালিই বলে দিবে তোমাকে ভালোবাসি কি না!