কেন মনে অভিমান জমে তোমাকে ভাবতে দেয় না;
কেন স্মৃতিগুলো বুকের করিডোরে জমাট বাঁধে না-
কেন প্রবল তুফান এসে নীরবে জমিয়ে তুলে হাহাকার-
কেন আষাঢ় শ্রাবণ ভিজায় ভিজিয়ে তুলে রোজ!
জানো নাকি তবুও আকাশ পরিমাণ মেঘ জমে কেন হৃদয়ে
মহাকাশের গন্তব্যে মন অবিরাম ছুটে চলে;
কেন বলো ইনিয়েবিনিয়ে কাঁদে আঁখি শ্রাবণ
তোমার স্মরণে প্রেম আঁকে আকুলতার ফ্রেম!
দিগন্ত ছায়ায় নক্ষত্রের শহরে কেন ভাবুক হয় কল্পনা-
অভিমান অনুশোচনা আর বিষাদের রাত্রিযাপনে
হারিয়ে যায় অবিকল নৈঃশব্দের সমুদ্র তীরে-
এতো করে চাই এতো করে তাকাই পাই না তোমায় দেখিতে!
নিষ্প্রভ চোখে জেগে থাকে কেবল অরুণোপলক অশ্রুর নিঃসঙ্গ ছায়া
কসমিক শূন্যতার ভীড়ে জমানো এক কালবৈশাখী ঝড়
স্বপ্নের শার্সিত জানালায় অঙ্কিত অভিমানের স্বপ্নিল এক ইস্টিশান
ফিকে হয় মেঘ ফিকে হয় অনুভূতির হাজার মায়াজাল-
এভাবে ওভাবে অভিমান করে তোমাকে ভাবতে দেয় না!