নির্ঘুম চোখ ঢেউ খেলে যায় বাতাসে
ঝঞ্ঝা আর জটাজালে মাড়িয়ে উঠে বড্ড লুকোছাপা আঁধার
আকাশবাণী শ্রাবণে স্নান করে অপূর্ণতার শহর;
হটাৎ থমকে দাঁড়ায় হাতের বীণা, থমকে দাঁড়ায় কাব্যসাচী হাত।
শ্রাবণের বিকেল গড়িয়ে সন্ধ্যা,
তপন তারকা ব্যথার কাজল বুকে মেখে নিশ্চুপ তাকিয়ে আছে;
বৈষম্যের রাজ্যে বড্ড একাকার এই নীরবতা
প্রতিনিয়ত রুপালী বাঁশির হুইসেল বাজে বুকের অলিন্দে,
প্রতীক্ষার রজনী হারিয়ে গেছে বৃষ্টির কান্নায়!
নিরুত্তাপ কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ে মন
উন্মাদ খুলে বিষাদের শব্দকোষ,
আসক্তিহীন কসমিক শূন্যতা বাড়িয়ে দেয় বেদনার উচ্ছ্বাস;
অতঃপর খুব অভিমান বাড়ে এ একাকী রাতের প্রহলিকায়,
রামধনুর আকাশে!