গল্পটা খুব আশাবাদী ছিল; ছুঁয়ে যাবে হৃদয়ের সবটুকু উচ্ছ্বাস
এক এক করে জাগিয়ে তুলবো সবটুকু প্রেম,
ভুলে যাবো হিম শীতলতা রাতের অফুরান স্মৃতি
বিশ্বাসহীনতার বুকে জেগে উঠা নির্ঘুম স্বপ্ন,
কিন্তু যতবার চেয়েছি ততবারই বাঁধার সম্মুখীন হয়েছি
ততবারই ঝাপটে পড়েছে দেয়াল!
মুছে যায় নিখাদ ভালোবাসা, বিলীন হয়ে যায় প্রণয়ের সুর
ঝরঝর শ্রাবণের বৃষ্টিতে হাপিত্যেশ!
নিরুদ্দেশ ভেঙে পড়ি, নিরুদ্দেশ নীরবতার খেয়াল আঁকি;
কিছু ভুল নাকি বিষণ্নতার গান কিছুই বুঝে উঠতে পারিনি,
অভিশপ্ত রাত নাকি অনুশোচনার নিরুত্তাপ কিছুই জানতে পারিনি!
অথচ প্রতিনিয়ত আহ্লাদী রাতের বুকে জেগে উঠা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু ছুঁয়ে যায়নি;
তবুও অনাগত ভবিষ্যত্বের দিকে তাকিয়ে মুছে ফেলি সবটুকু অনুরাগ, বিষাদ
কিন্তু পরক্ষণে বেদনার এক শিশি বিষ ছাড়া আর কিছু হাত বাড়ায় না!