কে বলেছে মন নাচে না!
সুরের তালে তালে নাচে,
উত্তাল পাতাল সমুদ্রের জলে নাচে, মেঘলা আকাশের নীচে নাচে।
কে বলেছে খেলতে জানে না; সকাল-সন্ধ্যা খেলতে জানে, বিষণ্নতায় পুড়তে জানে, নীরবতার শহরে ঘুমাতে জানে।
জানি আঁধো বিশ্বাস হবে না তোমার;
তাহলে পানকৌড়ির সন্ধ্যা বেলায় ফিরে যাও,
নিশ্চিন্তে চোখ রাখো রামধুনর দিকে
বুক ভরা ভালোবাসার দিকে,
আবার হঠাৎ জর্জরিত হওয়া ভেঙে পড়া স্বপ্নের দিকে!
দ্যাখো কেউ হাসে, কেউ অপবাদ দেয়, আবার কেউ নিন্দুকের মত কথা বেচা কিনা করে!
তাতে কি হয়েছে, তাতে কতটুকু আর ক্ষতি হবে?
এই হৃদপিন্ডকে পাথর বানিয়েছি
ফুটবল, ক্রিকেট খেলার মাঠ বানিয়েছি,
কামারশালায় আগুনে পুড়েছি,
অতঃপর লবন আর জলের মিশ্রণে জিঁইয়ে রেখেছি।
না হয় একদিন মিলিয়ে নিবো ভগ্নাংশের সব ফলাফল!