প্রতিনিয়ত অগ্নিকান্ডে পুড়ে যায় যাবতীয় সুখ
ভেবে উঠতে না উঠতেই ফুরিয়ে যায় দিন;
সারাটি রাত অনিদ্রায়, বিষাদের চেতনায় দীর্ঘশ্বাস বুকের ভিতর!
মহাব্যাস্ত নগরীর এক একটি প্রান্ত;
ধূলিমাখা এই নিয়ন বাতির আড়ালে পাপোষ ভিজে ভিজে জেগে উঠে বেদনা,
পুষে রাখি এক একটি নীরবতা, পুষে রাখি সহস্র রাতের নিঝুম গল্প!
কিছু কথা হইনি বলা কোনদিন, কিছু প্রশ্নের উত্তর মিলেনি আজো
স্বপ্ন আসে, স্বপ্ন ভাঙে নিরন্তর;
এলোকেশে কে যেন হৃদয় ছুঁয়ে যায়
কিনে নেয় মনের সবটুকু উচ্ছ্বাস,
আবার তেপান্তরের পথে তাকে খুঁজতে হেটে চলি যুগ যুগ
কিন্তু তার সাথে হয় না দেখা কোনদিন,
তবুও মুঠো ভরে বাসন্তী ফুল গুঁজিয়ে রাখি প্রতীক্ষার দরজায়!
কিছুটা মেঘ খেলে যায় বাতাসে, কিছু বৃষ্টি ঢেউ খেলে নিদারুণ
দিন শেষে এ অবেলার কথা কেউ রাখেনি মনে
কেউ আসেনি একটু স্বপ্ন পূরণের আশ্বাসে,
বুকে অজস্র বিশ্বাস জমে, আশা বেঁধে রাখি প্রত্যাশার
তবুও হাত বাড়ায় মন খারাপের বিজ্ঞাপন!