যৌক্তিক আবদার। ভেঙে পড়ে মন।
প্রশান্তি বিলাসে, অভিনব আপ্যায়ন।
বিষণ্নতার চাপ। উন্মুক্ত আকাশ।
ইট পাথরের শহরে, ভুল অবকাশ।
ক্ষমতার হাত। ভীষণ বাহাদুরি।
স্বাধীনতা মানে কি, গলাটিপে হত্যা করি?
পরাধীনতার হাত। চিনিতে মাখা।
শার্টের কলার শাড়ির ভাঁজে, গুঁজে রাখা।
শকুনি মামা। কাঠাল ভাঙে একা।
অবৈধ সাক্ষীতে, রহিমের ছবি আঁকা।
দেশ গনতন্ত্রের। সংবিধানও আছে।
হাতে গেলে বিজয়, একনায়কতন্ত্র বটে।
চিরতর গোলাম। সব আমজনতা।
এসব কি ভাই, মিছামিছি নেতা পেতা।
নিমন্ত্রণ তোমার। ঘুম ভাঙো এবার।
হাতে মশাল নিয়ে, সবকিছু বুঝিয়ে দাও।
কিসের রাজা। কিসের বাদশাহ।
এবার বাদ দাও ভাই, তাদের চঞ্চলতা।