ইচ্ছের প্রলাপ বুকের ভিতর দাউ দাউ
দীর্ঘশ্বাসের আনাগোনা ব্যারোমিটারে,
আগলে রেখেছি বিশ্বাসহীনতার গল্প
যত অভিমানের খেলা হৃদয় এঁকেছে!
যাপিত জীবনের স্বরলিপিতে ভেসে চলছে সহস্র নদীর কালস্রোত
জলপতনের শব্দে উত্তাল- পাত্তাল ঢেউয়ে শীতল প্রবাহ বয়ে চলে অভিরাম,
বিক্ষিপ্ত ট্রামের সাথে ভেঙে পড়ে মন, ভেঙে পড়ে নিন্দিত শ্রাবণ
তার সাথে হাত বাড়িয়ে ছুঁয়ে যায় নিকষ কালো রাতের অভিশাপ!
কিছু আশা গুম হয়ে গেছে কত আগে, কিছু দূর্দশা এখনো প্রণয়ের সুরে ডাকে
তবুও কল্পনার শহরে এক এক করে ভিড় জমেছে মেঘের;
এখনি ফণীমনসার কাঁটায় হতে পারে রক্তক্ষরণ
তবুও শ্রাবণ প্রত্যাশার দরজায় নীরবতার খেয়াল আঁকে!