প্রতিদিন মৃত্যু খুব কাছাকাছি আসে
বরাবর মনের ক্যাম্পাসে ভিন্ন রঙে নাড়া দিয়ে যায়,
হাত বাড়িয়ে ডাকে, ছুঁয়ে দেয়, কবরের আযাবের কথা বলে যায়!
কিছু স্নেহ, মায়া, ভালোবাসা জেগে উঠে
কিছু আর্তনাদ পরিবারের জন্য জমে,
একমুঠো এলোমেলো সংকোচ, বুক ফাটা আকুতি,
কারো জন্য হৃদয়ের রক্তক্ষরণ ঢেউ খেলে নিদারুণ!
মাঝেমাঝে দাদার মৃত্যু দেখি, দাদীকে মৃত্যুর সাথে যুদ্ধ করতে দেখি
মা'কে কত ধরণের অসুখের সাথে খেলা করতে দেখি,
বাবা ডায়াবেটিসে ভোগে, নানা-নানু পান ছেঁচি খায়
এক পা দু'পা করে লাটিতে ভর করে হাটে
তবুও আমরা বুঝিনা, বিধির বিধান মেনে চলি না;
ব্যস্ততার এ অজুহাত যেন আমাদেরকে সব ভুলিয়ে দিয়ে যায়
ভুলিয়ে দিয়ে যায় পর জনমের ভয়, জাহান্নামের আগুন!
এসো দিনবদলের স্বপ্নটাকে ভালো কাজে লাগিয়ে দিই
মিথ্যের অজুহাত থেকে দূরে রাখার জন্য সাহায্য চাই;
এসো সে প্রভুর ইবাদাতে মগ্ন থাকি, যে প্রভুর কাছে চাইলে পাওয়া যায়
যে প্রভু ছাড়া কিয়ামতের দিন কেউ সাহায্য করবে না,
এসো নামাজ পড়ি, আল্লাহকে ভালোবেসে যেন মরতে পারি!!
--------------------------(আমিন)-------------------------