এক একটি রাতের কথা ভাবি, এক একটি ভেঙে পড়া মনের কথা বলি;
সহস্র রাতের জোনাকি এলিয়ে দিলে চুপসে উঠে মন, চুপসে উঠে একলা পরানি।
এক একটি সুরঙ্গ হয় বিষণ্নতার দরজায়
এক একটি নীল মেঘের আঙিনায়,
যেখানে এক একটি এক এক রকমে টর্নেডোর মত আঘাত হানে,
জলোচ্ছাসের মত উত্তাল- পাতাল ঢেউ খেলে;
তবুও দ্বিধা জাগে না, ফুরসৎ মেঘের কাছে অপবাদ জমে না।
হাটি হাটি পা পা করে ভালোবাসা খুঁজি,
বুকে মায়া জমায়, মমতার শহর তাদের জন্য কিনে নিই;
তাদেরকে কতরকমে সাজাই, আহা কত রকমে বেলুন উড়াই, প্রত্যাশার স্পর্শানুভূতি আবিরে মাখি।
অথচ একদিন তারা ভেঙে দেয় পুঁথির আসর ভেঙে দেয় তাদেরকে নিয়ে সাজানো সংসার,
নিন্দুকের মত বেচাকেনা করে কত কথা, কত হৃদয় ভাঙা বিশ্বাস।
যে কথা কখনো ভুলার নয়, যে আশ্বাস কখনো ভেঙে দেওয়ার নয়
সেখানে একদিন তারা সৃষ্টি করে জলরঙ, এক আকাশ মেঘ!
অতঃপর....অতঃপর নোনাজলে ভিজি, খুব অভিমানে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকি;
আর ভাবি এটা তোমাদের ইচ্ছের প্রলাপ ছিল মাত্র, হাত ধরে রাখার উচ্ছ্বাস নয় বন্ধু!
বিশ্বাস রাখতে জানোনি তুমি, বুকে সাহস নিয়ে এগিয়ে যেতে শিখোনি বন্ধু
শুধু বালির উপরে বিশ্বাস জমিয়েছিলে, কিন্তু সামান্য ঢেউয়ে মুহূর্তে মুছে চৌচির হয়ে যাবে সে বিশ্বাস আঁকার ক্ষমতা রাখোনি তুমি!
ভালোবাসতে শিখোনি তুমি, শুধু কাঁটা গায়ে লবন দিতে শিখেছ
আর নিন্দুকের আঘাত বুকে বসাতে চেয়েছো,
কখনো পারবেনা প্রিয়, এই অভিশাপ ছাড়া আর কিছু তোমার আপন হবে না....!!