তোমাকে খুঁজে ফিরে আজ রাতের গভীরে হারিয়ে গেছি,
কষ্টের জলও শুকিয়ে গেছে কোন এক দিগন্তে;
শুধু দেখেছি এক ফিকে অভিমান আর কিছু বিষাদ নিয়ে চাঁদটি তাকিয়ে আছে,
নক্ষত্রেরা ঘুমিয়ে পড়েছে হয় তো!
অনায়াসে স্বপ্নের আলিঙ্গণ কৃষ্ণছায়ার গহ্বরে
ক্রমশ যেন বেড়ে-ই চলছে নিখাদ ব্যথা,
মহাশূন্যতার প্রচ্ছদ এঁকে এঁকে মুখ গুঁজে রেখেছি করুণার শহরে,
যে শিশির কোনদিন ম্লান করতে পারেনি
তোমার আর আমার মাঝে ভালোবাসার স্পর্শকাতরতা,
ম্লান করতে পারেনি একমুঠো রজনীগন্ধার হাসি
তারাও শর্তহীন খোলা জানালার গ্রীল বেয়ে বেয়ে চুমুক দিয়েছে কফির পেয়ালায়!
যে আকাশ কোনদিন শূন্যতায় ডুবেনি
যে ইচ্ছে কোনদিন ভিজেনি ধুম্রজালে,
সে আকাশ আজ দিয়েছে সাগর পরিমাণ জল
সে ইচ্ছের শহরেও ক্ষত বিক্ষত আলোকিত শয্যা,
জেগে উঠা এক একটি ছন্দ, এক একটি বীনার সুর!
বিষাদিনী! শুধু তুমিহীনা এ অশ্রুসিক্ত রাতের গভীরে,
এ নীরবতার প্রকোপে জেগে আছে এক উদভ্রান্ত প্রেমিক;
আর জেগে আছে তৃপ্ত ভালোবাসার বুকে জন্ম নেওয়া আজন্ম প্রেম...!!