উদাস বেলা আকাশের পানে তাকিয়ে একটি ভুল শব্দ খুঁজি;
ক্লান্ত হয়ে ফিরে আসি, চোখের পাতা ঝিমিয়ে পড়ে কাঁকলাসের পাহাড়ে
জেগে থাকে চাঁদ, একফালি মেঘ আর মিটমিট বাতি জ্বলা জোনাকি।
বিশ্বাসঘাতকের স্বার্থপরতা ঘুরে বেড়ায় বিচ্ছেদের নিষিদ্ধ প্রলাপে
ছিটেফোঁটা ভালবাসার খেলা জমে বিরক্তিকর উৎপন্ন উপাদানে;
সুনিপুন পটিয়সীর সুচতুর কথা মালার যাদুতে উল্লসিত করে ফেলে পিশাচের হাসি
বাঁচা মরার আকুতিতে সীমান্ত এঁকে যায় অন্ধকারময় মেঘের শহর!
কিছু অভিমান ঝাপসা হয়ে পড়ে থাকে কাল থেকে মহাকাল
অথচ গোধূলির আবছা আলোর এফোঁড় ওফোঁড় পাপের তান্ডব,
ভিতরে শ্মশান, বাহিরে মৃতের পাল্লা ভারী; বিশ্বাস ভেঙেছে, মন ভেঙেছে
পরিণতিতে জেগে উঠেছে ইচ্ছের গোলামী!
এখানে অবহেলার দাম বাড়ছে, মন ভাঙার শব্দ বাড়ছে
একবুক অনুশোচনা নিয়ে ডানা মেলে উড়ে যেতে শিখেছে পাখি,
অথচ পিছনে রেখে যায় কাল্পনিক প্রতিবিম্ব আর মন পাড়ার ইতিহাস।
আজো শুনি কান্না-ভেজা সুর, অঝোর ধারায় বৃষ্টি;
যদি না জঘন্য পশু হতে পারতাম, যদি না একটা আবর্তনে দাঁড়িয়ে সব প্রত্যাবর্তন করতে পারতাম
কিংবা আবেগতাড়িত কষ্টগুলো ত্রুটিহীন অশ্রুসিক্তে ভাসিয়ে দিতে পারতাম,
তবে পুষে পুষে যত্ন করে নিয়ে ফেলতাম কাঁটা গাঁয়ে লবন দেয়া বিচ্ছেদের পরিমাপ,
হতে পারিনি বলে-ই তো আজো ভুল শব্দটি খুঁজে বেড়াই!!