তোমার ওড়নায় প্রজাপতি পড়েছিল
তা দেখে তুমি চিৎকার করে
দুবাহু হাওয়ায় প্রসারিত করে বললে
দেখলে আমিও প্রজাপতি হয়ে গেছি,
সে আনন্দ খানিকটা ছড়িয়ে পড়ল
তোমার যুগল কোমলে
তোমার বুক এতটা হাসতে পারে জানতাম না!
তোমার আনন্দ আলোয় উদ্ভাসিত তখন নগর
আমরা ট্রাফিকের যে জাগটিতে দাঁড়িয়ে ছিলাম
তাকিয়ে দেখি তার সামনের রাস্তা দিয়ে গাড়ির বদলে অসংখ্য বৃক্ষ
বনানি হবে বলে রাজপথ দিয়ে ধেয়ে যাচ্ছে
আমি বুঝলাম এবার আমার শুঁয়োপোকার জীবন থেকে
মুক্ত হওয়ার সময় এসেছে।