অবশেষে বিলম্বে হলেও শুরু হল অমর একুশে বইমেলা-২০২১। লেখক এবং পাঠক যারা তারা সবাই খুশি বইমেলা শুরু হওয়াতে। যদিও শংকা আছে করোনার কারনে যেকোন সময় বইমেলা বন্ধ হয়ে যেতে পারে তবুও খুশি। মেলায় আমার দুটি বই আছে এবার। তারমধ্যে একটি কাব্যগ্রন্থ “ট্রাফিক সিগন্যালে প্রজাপতি”। বইটি পাওয়া যাবে বইমেলার বেহুলাবাংলার ৫২১-৫২২-৫২৩ নম্বর স্টলে। বন্ধুদের আমন্ত্রন রইল বইটি না কিনলেও দেখে আসবেন। স্পর্শ করে আসবেন। খুলে দু একটা কবিতা পড়ে আসবেন। আপনাদের স্পর্শসুখ আমি অনুভব করব। আর কারও যদি ভালো লাগে তবে কিনবেন। কারন পাঠক ছাড়া লেখক আসলে লেখক না।
মেলায় আসলে আমাকে ফোন করতে পারেন (০১৭৩৪২১৪২২৪)। থাকলে বেহুলাবাংলা স্টলে থাকব। দেখা হবে।
ট্রাফিক সিগন্যালে প্রজাপতি
কাব্যগ্রন্থ
প্রকাশক : বেহুলাবাংলা
স্টল নং-৫২১,৫২২,৫২৩