বুকের ভেতর ব্যাথা
বুকের ভেতর জল
অজানা এক ঝর্ণা বহে
শব্দ কলকল

ঝর্ণা চলে ঝর্ণা বহে
সময় কাটে বুক
নদী হয়ে দুকূল ছাপে
ব্যাথার মত সুখ

সুখের ব্যাথায় মোচড় দিলে
কেমন যেন ভয়
মরণ কথা ভাবতে বসি
দারুণ অপচয়

অপচয়ে যাচ্ছে সময়
খুলে বসি বুক
উঁকি দিয়ে চমকে উঠি
তোমার মত মুখ

বুকের ভেতর ব্যাথা
ব্যাথার বড় ঢেউ
হৃৎপিণ্ড খামচে আছে
তোমার মত কেউ