এ পোড়া গৃহ আমার নয়
সন্ন্যাসই শ্রেয় ছিল তবু
ভুল করে হয়ে গেছি গৃহী জীব
ভেতরে এতটা গৃহহীন হয়েও!

তবু নিয়ত চলে সংসার নিয়মের
দিন যায় যায় দিন
সম্পর্কের ভাঙা গড়া চলে
কিছু থাকে নিয়মের
     কিছু একতরফা যদিও
অভ্যাস হয়ে গেলে সয়ে যায়
          সময়ের সাথে।
মাঝে মাঝে বুঝি কত ঋণ জনমের
মাঝে মাঝে বুঝি কত ব্যাথা জনমের
এই ব্যাথা এই বোঝা বুকে নিয়ে চলি
     মানুষের সাথে মানুষীর সাথে
সংসারে তোমাদের গৃহে।

মাঝে মাঝে ভাবি ছেড়ে দেই গৃহ
ছেড়ে দেই ঘর
করে দেই মানুষেরে পর।
হয় না সে সব কিছু হয় না কিছুই
থেমে যাই...


যে আটকে গেছে প্রণয়ীর সাথে
গৃহী নয় তবু যার গৃহে বসবাস
তার না আছে ঘর না আছে
         সন্ন্যাস।