এবার অন্ধকার ফুঁড়ে
হে স্বাধীনতা এসো আলোর দ্বারে
মুক্তি দাও, মুক্ত কর এ অবরুদ্ধ প্রাণ
আবার কণ্ঠে বাজুক জীবনের জয়গান
আবার কণ্ঠে ফুটুক স্বাধীন বাক
আবার একটি ডাক ১৬ কোটি রুদ্ধ প্রানে জাগাক
মুক্তির উন্মাদনা।
আর ভাত নয়
কিংবা নয় তুচ্ছ জাত
অথবা সামান্য ভূখণ্ডের প্রয়োজনে
আর নয় মিথ্যা সংঘাত।
চেতনায় আত্মার মুক্তি নিয়ে-এবার বুক
শুধু আত্মার স্বাধীনতায় উন্মুখ
এবার রক্ত নয়-শুরু হোক আত্মার দান
তুচ্ছ বন্ধন বিসর্জনে-পুণ্যস্নানে
হবে মুক্তির মহামিলন।
চাই না উদরপূর্তির অধিকার
ফিরিয়ে দাও ক্ষুধিত মুক্তি
চাইনা পরাধীন গান
কণ্ঠে চাই স্বাধীন উক্তি
আজ বেসুরো সুরে বুকফাটা চিৎকারে
জমিনে রক্ত নেই তবু রক্তাক্ত হৃদয়
শুনতে চায় একমুঠো মুক্তির বারতা
সাম্যই এবার কাম্য নৃপতি মুক্ত কর দ্বার
আর আসন থেকে শাসন নয়
সমতলে হবে বিভেদের সংহার
এবার ঘর পাবে বাস্তুহারা
অথবা একসাথে সব সর্বহারা
এক মিছিলের এক স্লোগানে
এক সামিলের এক ঐকতানে মুক্তির গানে
আবার গর্জে উঠুক প্রিয় কণ্ঠস্বর-
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”