মিষ্টি কিছু প্রেমের কথা
মিষ্টি কিছু মুহূর্ত
তোমায় দিলাম, তুমি দিলে
আমায় সাথে ভাসিয়ে নিলে
তোমার ভেলায়
প্রেমের খেলায় দুজন এখন
খুব জমে যায়।
যখন তখন মান অভিমান
কান্না হাসি, খুনসুটি
হঠাত করে থমকে গিয়ে একটু আদর
লাজুক রাঙা অধর তোমার
রাঙা বিকেল।
আমার প্রিয় সন্ধ্যাবেলা
তোমায় ভেবে খুব জমে যায়।
রাত্রি নামে চাঁদ ওঠে
তোমার নামে চন্দ্রকথা
আঁধার রাতে বালিশ বুকে
হাজার আদর তোমার নামে উড়িয়ে দেই
রাতের ডানায়।
কানায় কানায় পূর্ণ আমি পূর্ণ তখন।
হঠাত করে বুকের ভিতর শূন্য কাহন
তখন তোমায় কাছে পেতে ইচ্ছে করে
বুকের কাছে, চোখের কাছে
ঠোঁট এবং খুব কাছে।
ইচ্ছে করে তোমায় বুকে জড়িয়ে নিয়ে
গল্প শুনাই। রাজা রানী রাজপুত্তুর
দেও দানো আর ভুতের গল্প।
শুনে তুমি ভীষণ ভয়ে
বুকের ভিতর মুখ লুকাবে
তখন তোমায় বুকের ভিতর জড়িয়ে নিয়ে
ঘুমিয়ে যাব,
শান্ত ঘুমে রাত পোহাবে।
রাতের খাতায় তোমায় নিয়ে
এমন কত গল্প আঁকি
এসব ফাঁকি মন ভরে না
ঘুমিয়ে পড়ি।
জেগে দেখি মিষ্টি সকাল তোমার মত
শান্ত, স্নিগ্ধ, আলোয় ভরা। আশায় ভরা
কানায় কানায় পরিপূর্ণ তোমার মত।
তোমায় নিয়ে তোমায় ভেবে
এমনি ভাবে দিন কেটে যায়, রাত কেটে যায়
ভোর হয়, সন্ধ্যা নামে
স্বপ্ন আসে, স্বপ্ন ভাঙে, সময় পেরয়।
দূরে থেকেও কাছে তুমি
বুকের চেয়েও খুব কাছে
অনুভবে যখন তখন শুধু তুমি।
তুমি আমি আমি তুমি
মিষ্টি কথার সেই যে শুরু
সেই থেকে চলছি দুজন নদীর মত
যাচ্ছি কোথায়! কে জানে।
নাই বা জানি কি বা ক্ষতি
শুধু জানি একদিন এক আমার প্রিয় সন্ধ্যাবেলায়
তোমার প্রিয় হাতটি ধরে
দুজন মিলে বেরিয়ে পরব অজানাতে
লিখব প্রেমের মহাকাব্য
তোমার আমার মহাকাব্য
আমাদের মহাকাব্য।