আচ্ছা তোকে
আদর মেখে
   বলি যদি
বুকের পটে
একটা ছবি
    আঁক,
আঁকবি কি তুই
স্বপ্ন টুকু
যার বদলে
রাখব বাজি
কাব্য আমার
ভাবব শুধু
স্বপ্ন টাকে
   ছুঁই ।
    *
আচ্ছা ধর
এক বিকেলে
হাঁটছি আমি
একলা ভীষণ
হঠাত করে
ইচ্ছে হল
ঠোঁটের পাশে
তিলটাকে তোর
একটু ছুঁয়ে
হারিয়ে যাব
তেপান্তরে,
যদিও তুই
অনেক দূরে
হয়ত তখন
আপন মনে
মিষ্টি কোন
স্মৃতি ভেবে
নরম ঠোঁটে
একটু হাসি,
হঠাত করে
মৃদু বাতাস
নাড়িয়ে দিলে
বুঝবি কি তুই
ভীষণ ভাবে
চাচ্ছি তোকে
বুকের কাছে
চোখের কাছে,
তখন কি তুই
বাড়িয়ে দিবি
হাত দুটি তোর
ছিনিয়ে নিয়ে
শূন্যতাটা
ভরিয়ে দিবি
বিকেল আমার
পূর্ণতা আর
একচ্ছত্র
তোকে পাওয়ার ।