ধর্ম দিয়ে কর্ম সারা
কয়দিন আর করবি রে ভাই
ধর্মে সবই অধর্ম কর
ধর্ম তবে যাচ্ছেতাই !
যে হারে সব মোল্লা পুরুত
ভির করছে ধর্মশালায়
এসব দেখে খোদ ভগবান
ভয় পেয়ে নিজেই পালায় ।
ধর্মের সব মর্ম বেঁচে
পেট পুরছে হাঁড়িচাচায়
ভালাজনের গলায় দড়ি
কোলাব্যাঙের মতন নাচায় ।
আল্লা বলে কাল্লা কাটে
হরি বলে করে চুরি
যীশুর কাছে নিচুর গরজ
বুদ্ধ বলে যুদ্ধ জুড়ি ।
ধর্মের সব বর্ম দিয়ে
সত্য টাকে দেই ঠেকিয়ে
মিথ্যা টাকে সত্য বলে
বিবেকটাকে দেই বিকিয়ে ।
রিক্তজনে সিক্ত চোখে
মাথা ঠুকে ডাকেন প্রভু
প্রভু শুধু বিত্তজনের
নিত্য তাদের দেন যে বিভু ।
পুরুত বাড়ি ফুরুত করে
ভগবান যায় আসে
মৌলবি বাড়ির চালার ফাটা
আল্লা ভরেন ধনের রাশে ।
আমি তুমি সাধারনে
কায়মনে তাই যতই ডাকি
তার উপরে ভর করেছে
পুরুত বেটার লম্বা টিকি ।
আসমানেতে নাইরে খোদা
ধর্ম শালায় হেরেমখানা
যেতে হবে ঠাকুর ঘরে
অন্য কোথাও নাই পানা ।
মানা তবে প্রশ্ন করায়
তুমি যদি কর সেটা
মস্ত বড় নাস্তিক তুমি
জাহান্নামে যাবে বেটা ।
আমার তোমার ধর্ম না ভাই
ধর্ম সবই তাদের ঘরে
মানুষ হয়েও মানুষ মেরে
আবার যারা লেবাস ধরে ।