পাগলামিরা ফিরে পেলে আগের যৌবন
আমি আবার তোমার কাছে যাবো
আমি আবার তোমার ঘ্রানে মাতাল হয়ে
চাঁদের বুকে আগুন জ্বেলে দেব
রুদ্র খরায়ও তখন বৃষ্টিপাত
অমন করে কিশোরী সুখ জাগে
অমন করে ঠোঁটের বুকে ঠোঁট
চুমুর মাতাল প্রহর মধ্যভাগে-
আমি চোখ বুজেছি খুন করে সব আলো
তুমি হাত বাড়ালেই বুকের মধ্যে খই
তুমি মরচে ধরা জানালা সব খোলো
আমি তোমার সাথে আবার মাতাল হই।
আমার পাগলামিরা রাত কাবারি গান
বিষণ্ণ কোন একলা ইস্টিসনে
আমার পাগলামিরা চোখ ছলছল চাওয়া
স্মৃতির ব্যাগ হাতড়ে কেবল গোনে-
সংখ্যা আদর, অভিমান আর পাওয়া
চিঠির কোলের শব্দ আনমনে।
শিশির শব্দ শিউলি ফুলে ঝরে
শরৎ আসে গায় কাঁটা দেয় হিম
একটা চাদর জড়ায়ে আকাশ ঘরে
পাগলামিরা শরীরে রিমঝিম,
তখন কেবল সুখ অসুখের মত
প্রনয় তখন খুব আদুরে জ্বর
তখন আমরা হাওয়ায় উড়াই ক্ষত
বুকের মধ্যে অন্য কোন স্বর।
পাগল ছিলাম পাগলি ছিলে বটে
তখন কেবল পালিয়েই সুখ ছিলো
তখন আমরা আইন ভাঙ্গা পাখি
হঠাৎ সময় শিকল দিয়ে দিলো
এখন শুধু গোছানো সুখ পোষা
এখন শুধু নিপাট পরিপাটি
এই চেয়েছি সে সব তবে ভুল
এখন দুজন মৌন শুধু হাঁটি
তার বদলে পাগলামিরাই ফিরুক
পাগলি আমি তোমার কাছে যাবো
পাগলি তোমায় সাম্প্রতিক ছুঁয়ে
চাঁদের সুখে আগুন জ্বেলে দেবো।