দূর থেকে দূরে
মনে হয় কোন এক সুখ
বেঁধেছিল নীড় ।
তাঁর আশা হঠাত মনের মাঝে ।
সেই থেকে অসুখের শুরু ।
**********
তোমার হাতের ছোঁয়া
বলেছিল, চল যাই
সুখ কুড়াই মুঠো মুঠো ।
তোমার চোখের চাওয়া
নিশ্চিত জীবনের পথ
দেবে বলে ইশারায় বলেছিল ।
নাকি ভুল ভেবে আমিই গড়েছি
সেই কল্পনা
যেখানে আছে শুধু মন গড়া
গল্প আমার
তার ভারে তোমার চোখের চাওয়া
বদলে গেছে যেন
চিরকুটে কোন এক ভুল
আনমনে ।
ভাবছ কি ফেলবে ছিড়ে
নাকি উল্টো পিঠে
গল্প হবে আবার
নতুন করে ।
*********
আমিও দ্বিধাদ্বন্দ্ব ভরে
চেয়ে আছি পথ
খুক খুক কাশি নিয়ে
এই শীতে
খুঁজে দেখি শরীরের কোষে কোষে
অসুখের কল্পনা ।
অবশেষে হাতড়ে দেখি
বুকের পাঁজর
খুঁজে পাই যে অসুখ
তার নাম
তুমি
*