কলজে তোর ছিঁড়ে খাচ্ছে বুনো শুয়োর
এই ভয়ে নয় এখন থেকে দরজা আঁটা
নারী তুই নৃশংস হ মায়া ভুলে
জয় কালি মা এবার চলুক কল্লা কাটা
আর কতকাল আঁচল তলে পুষবি কুকুর
মায়ার আঁচল এবার হবে মরণ ফাঁসি
জরায়ুতেও মড়ক লাগুক বন্ধ্যা হয়ে
জন্ম থামুক কান্নাতে নয় অট্টহাসি
যার মুখে তোর দুধের গন্ধ শুকায়নি আজ
তার হাতে তুই ধর্ষিতা ইশ! মৃত্যু ছুঁয়ে
কি হবে তাই জন্ম দিয়ে কুপুত্তুর
মাতৃরূপের দুর্বলতা ধুয়ে ফেলে-
ছেলে হলেই কেটে দে তার পুরুষাঙ্গ
যার জোরে ওর এমন বড়াই তোর অপমান
ভুলে যা তোর ঘুমপাড়ানি গানের কলি
জম্ন হলেই সটান চলুক পুরুষ বলি
আমরা যারা মানুষ নই শুধুই পুরুষ
তাদের নষ্ট রক্তে মিটুক তোর বিষ ক্রোধ
নিঃসন্তান তাও ভাল তুই বন্ধ্যা হবি
আর মায়া নয় এবার শুধু নে প্রতিশোধ