পাশের বস্তি থেকে উড়ে আসে
তেলাপোকা
আমার মোজাইক করা ঘর
ভাল থাকা যায় না জেনেও
অকৃপণ আয়োজন
সাম্যবাদ নিয়ে গেছে জোকার
চে-ও ঝুলে গেছে টি শার্টে
বুকের কাছাকাছি থেকে দুরত্ব বাড়ে
নায়কের সাথে যৌবনের
বসতির ভিড়ে আকাশ পর হয়ে গেছে
মুক্তবাজারে, সব আছে শুধু মুক্তি নেই
রাত্রির মুখ চিড়ে শীৎকার শুনি
দম্পতির সঙ্গম লুকনো যায়না এমন
দুরত্বে।
এত কাছাকাছি দেয়াল
পড়শির ঘর
তবুও এত পর মানুষ মানুষের
দুরত্ব বাড়ে দুরত্ব বাড়ে...