এই বরষায় আনমনে একলা যখন
মেঘবালিকা মন যদি তোর
বিষণ্ণতার মেঘ ছেয়ে যায়,
তখন ,হঠাৎ যদি বুকের ভেতর
জেগে ওঠে আদিবাসী রবীন্দ্রনাথ
তখন তোর শরীর যদি
বৃষ্টি দেখে স্পর্শ চায়,
আমায় ডাকিস
সুর হয়ে তোর কণ্ঠে তখন গান হবো
ভিজলে বলিস ইচ্ছেমত
তোর শরীরের স্নান হবো।