কাব্যগ্রন্থ: কারফিউ দিনের কবিতা
প্রকাশনী: সংযোগ
প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০২৫
স্টল নং: ৭৮৯
কবিতাগুলো যত না কবিতা তার চেয়েও এই সময়ের প্রতিচ্ছবি। আমরা লড়ছি সেই কবে থেকেই। স্বাধীনতার জন্য, মুক্তির জন্য। সাতচল্লিশের আগে ও পরে, একাত্তরের আগে ও পরে, নব্বই এবং সর্বশেষ চব্বিশের অভ্যুত্থান। স্বাধীনতা আসবে কি? মুক্তি মিলবে কি? এই প্রশ্নে বিপ্লব, অভ্যুত্থান কিংবা আন্দোলন ম্লান হয়না। শংকা থাকে কিন্তু যা অচলায়তনের মত চেপে বসে তাকে বিতারিত করা সময়ের দাবি। সেই দাবির প্রেক্ষিতে আজও আমাদের লড়াই চলমান। এবং এটা চলতে থাকবে যতদিন না মানুষের জন্য আমাদের আগামীর নাগরিক সম্ভাবনাময় শিশুদের প্রকৃতই একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে। কারফিউ দিনের কবিতা এই সব শংকা, সম্ভাবনা এবং আশাবাদ নিয়ে। যতবার দাসত্বের শৃঙ্খল চেপে বসতে চাইবে ততবার কবিতাগুলো প্রাসঙ্গিক ও জীবন্ত হয়ে উঠবে।