তুমি থাকো
মনে বা আনমনে
সুতরাং যেখানে যাই
যেমন ধরো বাজার-

বাজার থেকে ফিরি

ব্যাগ ভর্তি বাজার
মন ভর্তি তুমি।