আজ আর রূপকথা নয়
চুপকথা হবে
যদি রাজি থাকো
তবে
মুখ নয়, বুকের পাজর থেকে
সুর খুঁটে নেবে অর্গান
মুখের কথারা সব চলে যাবে
নৈশব্দের দেশে
সমস্ত ভ্রুকুটি ফেলে দুই চোখ
নেবে ছুটি
শুধু জোড়া বুক দুটি
পাশাপাশি খুব চুপ মিশে যাবে
টিপ টিপ টিপ
হৃদয় অথবা রক্ত
রক্তেরও ভাষা আছে তার মত
কথা বলে।
আর যত কল্পবিলাস
দেয়াল ভেঙে চলে যাবে
নৃশংস স্তালিন
আজ আর মিথ্যা নয়
নয় কোন রূপকথা
চুপচাপ তুমি আর আমি
মিশে যাবে বুক
চুপকথা হবে
আমার পাঁজর থেকে তোমার পাঁজরে।